দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। প্রত্যাবর্তনের এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দু’দল।
২০১৬ সালে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ এবং আফগানিস্তান। সেবার আফগানদের হোয়াইটওয়াশ করতে না পারলেও সিরিজ জিতে নিয়েছিল। তবে এবার হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজটি ২০২৩ ওয়ানডে সুপার লিগের অংশ। তাই দুই দলই মরিয়া হয়ে থাকবে সিরিজ জয়ের জন্য।
প্রথমবার ২০১৪ সালে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেবার আফগানদের কাছে ধরাশায়ী হয়েছিল টাইগাররা। তবে এরপর মাত্র দুইবার জয়ের দেখা পেয়েছিল আফগানরা।
আফগানদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে আটবার মাঠে নেমেছে বাংলাদেশ। এসময় বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে আফগানদের জয় তিন ম্যাচে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম আফগানদের জন্য পয়া ভেন্যু। এ ম্যাচেই যে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় আফগানরা। এ ম্যাচে বাংলাদেশকে একরকম নাকানি চুবানিই খাইয়েছিল রশিদ-নবীরা।
চট্টগ্রাম টেস্ট জয়ের ওই সুখস্মৃতি নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসি উঠছে আফগানরা। এমনটাই জানিয়েছেন আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী। জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে এসেছেন তারা।
বাংলাদেশ বিপক্ষে সিরিজের প্রায় এক সপ্তাহ আগেই এসেছিল আফগানিস্তান। সিলেটে করেছিল কন্ডিশনিং ক্যাম্প। এছাড়াও চলতি বছরে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের স্মৃতি নিয়েই বাংলাদেশে এসেছে তারা।
অপরদিকে বিপিএলে থেকে সরাসরি আফগানিস্তান সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। বিপিএলে খেলা দারুণ খেলায় তা ক্রিকেটারদেরকে যোগাবে আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়েই আফগানদের মোকাবিলা করতে চান অধিনায়ক তামিম।
তবে এখনই হোয়াইটওয়াশের ভাবনা মাথায় আনতে চাননা। বরং প্রতি ম্যাচ দেখে দেখে আগাতে চান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]