ইনজুরির কারণে পিএসএল ছাড়লেন লিয়াম লিভিংস্টোন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
ইনজুরির কারণে পিএসএল ছাড়লেন লিয়াম লিভিংস্টোন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক বিদেশী ক্রিকেটার। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন পেশোয়ার জালমির ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। হাতের ইনজুরির কারণে এবারের আসরে তাকে আর পাচ্ছে না পেশোয়ার।

পিএসএলের নকআউট পর্বের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যেই ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়াতে বেশ হতাশ লিভিংস্টোন। তবে কিছুই করার নেই। যাওয়ার আগে সমর্থনের জন্য পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানিয়ে গেছেন এই তারকা।

এমন মুহূর্তে পিএসএল ছাড়তে হচ্ছে বলে বেশ হতাশ লিয়াম। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ সময়ে পিএসএল থেকে বিদায় নিতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি পেশাদার খেলাধুলারই একটি অংশ! আতিথেয়তা এবং সমর্থনের জন্য পাকিস্তানের সবাইকে ধন্যবাদ! সবশেষে পেশোয়ার জালমিকে ধন্যবাদ।’

পিএসএল ছেড়ে গেলেও বাড়িতে বসে আসরের বাকি ম্যাচগুলো উপভোগ করবেন বলে জানিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। সেই সঙ্গে সতীর্থদেরও অনুপ্রেরণা দিয়েছেন তিনি। লিভিংস্টোন বলেন, ‘আমি বাসার থেকে খেলাগুলো দেখবো এবং অনুসরণ করবো। শিরোপাটা বাড়িতে নিয়ে যাও ছেলের।’

এবারের আসরে ব্যাট-বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। পেশোয়ারের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। তাতে বল হাতে শিকার করতে পেরেছেন কেবল দুই উইকেট। রান ছিল না ব্যাটেও। চার ম্যাচে সর্বসাকুল্য ৩৯ রান করেছিলেন ইংলিশ অলরাউন্ডার।

লিভিংস্টোন ফর্মে না থাকলেও ভালো অবস্থানে আছে তার দল পেশোয়ার জালমি। ১০ ম্যাচে ৬ জয় ৪ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে আছে পেশোয়ার। শীর্ষে আছে যথাক্রমে মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্স।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

‘হল অব ফেমে’ জায়গা পেয়ে ওয়াকার ইউনিসের প্রতি কৃতজ্ঞ ওয়াসিম আকরাম

‘হল অব ফেমে’ জায়গা পেয়ে ওয়াকার ইউনিসের প্রতি কৃতজ্ঞ ওয়াসিম আকরাম

ভালোবাসার ‘বিশেষ শুভেচ্ছা’ পেয়ে উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদী

ভালোবাসার ‘বিশেষ শুভেচ্ছা’ পেয়ে উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদী