ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন কাড়ি কাড়ি অর্থের ঝনঝনানি। ক্রিকেটারদের পাশাপাশি বিনিয়োগকারীদের পকেটেও ঢুকে বিশাল অঙ্কের অর্থ। এবার আইপিএলে আসতে যাচ্ছে বিশাল অঙ্কের বিনিয়োগ। আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে লড়াইয়ে নেমেছেন বিশ্বের অন্যতম বড় দুই প্রতিষ্ঠান রিলায়েন্স এবং অ্যামাজন।
আইপিএলের ১৫তম আসরের পর পরই শেষ হবে সম্প্রচার স্বত্বের চুক্তি। নতুন করে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করবে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এই সম্প্রচার স্বত্ব কিনতেই উঠেপড়ে লেগেছে রিলায়েন্স এবং অ্যামাজন। সাথে লড়াইয়ে থাকবে সনি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ডিজনির মতো প্রতিষ্ঠানগুলো। তাই তো সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি রুপির বেশি আয় করার পরিকল্পনা করেছে বিসিসিআই।
আইপিএলের প্রতি আসরেই দর্শক সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এতেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আইপিএল। সর্বশেষ আইপিএলের ১৪তম আসরেও ৩৫ কোটি দর্শক টিভিতে আইপিএল উপভোগ করেছেন।
এ বিষয়ে একটি বেটিং সাইটের প্রধান বলেন, ‘২৫০ কোটি সমর্থক নিয়ে ক্রিকেট বিশ্বের দ্বিতীয়তম খেলা। আইপিএল হলো সুপার বোল। এখানে না থাকলে আপনার কোনো অস্ত্বিত্ব থাকবে না।’
সর্বশেষ ২০১৭ সালে আইপিএলে সম্প্রচার স্বত্ব নিজেদের কাছে নিয়েছিল স্টার ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ডিজনি। পাঁচ বছরের জন্য তাদেরকে খরচ করতে হয়েছিল ১৬ হাজার ৩৪৮ কোটি রুপি। এর আগের ১০ বছর অবশ্য আইপিএল সম্প্রচার করেছিল সনি।
আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহী এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি রিলায়েন্স কিংবা অ্যামাজন। তবে রিলায়েন্সের সাথে জড়িত এক ব্যক্তি জানিয়েছে, আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার বিষয়টি তাদের পরিকল্পনায় আছে।
এছাড়াও তিনি জানিয়েছেন, রিলায়েন্স স্পোর্টস চ্যানেল তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ কারণে স্প্যানিশ লা লিগার টিভি স্বত্ব কেনার বিষয়টিও ভাবনা চিন্তা করছে।
এদিকে রিলায়েন্সের প্রতিন্দন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজন তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ইতিমধ্যেই কিছু খেলা দেখানো শুরু করেছে। এরই অংশ হিসেবে তারাও আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহী।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]