মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোমাঞ্চ ছড়িয়েছে পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স। তবে রোমাঞ্চের পাশাপাশি মাঠেই অপ্রীতিকর ঘটনা ঘটান লাহোরের পেসার হারিস রউফ। মাঠেই সতীর্থকে থাপ্পড় মেরে বসেন তিনি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) পিএসএলে মুখোমুখি হয় পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স। শেষ ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ টাই করেন লাহোরের শাহিন শাহ আফ্রিদি। পরে অবশ্য পেশোয়ারকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন শোয়েব মালিক।

তবে এ ঘটনাকে ছাপিয়ে গেছে হারিস রউফের ঘটনা। খেলাচলাকালীন সতীর্থ কামরান গুলামকে থাপ্পড় মেরে বসেন এই পাকিস্তানি পেসার।

ঘটনার শুরু ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে। ওই ওভারের দ্বিতীয় বলে হজরতউল্লাহ জাজাইয়ের তুলে দেওয়া ক্যাচ ধরতে পারেননি কামরান গুলাম। পরে অবশ্য ওই একই ওভারে একটি উইকেট পান হারিস রউফ।

পেশোয়ারের ব্যাটার মোহাম্মদ হারিস বল পুল করলে ডিপ ফাইন লেগ অঞ্চল থেকে সহজে তালু বন্দি করেন ফাওয়াদ আহমেদ। এ সময় উদযাপণের সামিল হতে আসেন কামরান গুলাম।

উদযাপণের মাঝে কামরানকে থাপ্পড় মেরে বসেন হারিস রউফ। এ সময় কামরানকে হাসি মুখে দেখা গেলেও হারিসের মধ্যে রাগের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিলো।

এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনায় বিদ্ধ হতে থাকেন হারিস। পরে অবশ্য কামরানকে জড়িয়ে ধরে নিজের ভুল শুধরে নেন এই পেসার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘হল অব ফেমে’ জায়গা পেয়ে ওয়াকার ইউনিসের প্রতি কৃতজ্ঞ ওয়াসিম আকরাম

‘হল অব ফেমে’ জায়গা পেয়ে ওয়াকার ইউনিসের প্রতি কৃতজ্ঞ ওয়াসিম আকরাম

এবার পিএসএল ছাড়লেন শেরফন রাদারফোর্ড

এবার পিএসএল ছাড়লেন শেরফন রাদারফোর্ড

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম