ভারতীয় দলের উদীয়মান তরুণ ঈশান কিষাণ। দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে দারুণ উইকেটকিপিং করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে সর্বোচ্চ দামে (১৫.২৫ কোটি রূপি) তাকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় দলের অন্যতম ভরসা ঋষভ পান্তের প্রতিদ্বন্দ্বী ভাবা হয় তাকে। তবে ঈশান নিজে মোটেই তেমনটা ভাবেন না। বরং জানালেন, তার খুব ভালো একজন বন্ধু ঋষভ পান্ত।
ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যাপারে খোলামেলা কথা বলেছেন ঈশান। সেখানেই জানিয়েছেন ঋষভ পান্ত এবং তার মধ্যে সম্পর্কের কথা। এই তরুণ বলেন, ‘ওহ হ্যাঁ, সে (ঋষভ) খুব ভালো বন্ধু। যখন আমরা একসাথে থাকি, তখন আপনি আমাদেরকে মজা করতে দেখবেন।’
তাদের মধ্যে কি কি হয় সেটাও জানালেন কিষাণ। এই তারকা বলেন, ‘আমরা সময় পেলে মুভি দেখি। ক্রিকেট নিয়ে আমাদেরে মাঝে অনেক কথা হয়। কিভাবে খেলায় নতুনত্ব আনা যায়, এসব নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়। আমি তাকে আমার মনের কথা বলি। সেও আমাকে তার মনের কথা বলে।’
ভারতীয় দলে ঋষভের জায়গা নেয়া তো দুরের কথা, কখনো এমন চিন্তাই মনে আসেনি ঈশানের মনে। সেটাও জানালেন অকপটে। সতীর্থকে নিয়ে ঈশান বলেন, ‘কখনো একবারও আমার মনে এমন চিন্তা আসেনি যে, আমি ঋষভের জায়গাটা চাই। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো।’
ঈশান আরও বলেন, ‘যখন আপনি কোনো মেধাবী খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করতে যাবেন, তখন ব্যাপারটা খুব মজার হয়ে দাঁড়ায়। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, ভালো ক্রিকেট খেলা এবং যথাসম্ভব নিজের যত্ন নেয়া। আমি সেটাই করছি।’
ব্যাটিংটা ভালো করলেও উইকেটকিপিংটাও উপভোগ করেন কিষাণ। জানালেন, উইকেটের পিছনে সুযোগ পেলে নিজের সেরাটাই দিতে চান। ঈশান বলেন, ‘আমি উইকেটকিপিং ভালোবাসি। তাই যখন একটা সুযোগ আসবে, আমি আমার সেরাটা দিতে চেষ্টা করবো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]