আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার নুর-উল-হক মালিকজাই। অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
বোর্ডের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে ২০২০ সালের জুনে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান আসাদুল্লাহ খান। এরপর থেকেই অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন নুর মালিকজাই। এবার তাকেই পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছে এসিবি।
নুর মালিকজাইকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিব খান। তিনি বলেন, ‘সর্বশেষ তিন মাসে তারা খুব ভালো কাজ করছে। তাই তাদেরকেই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো।’
পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নুর মালিকজাই। তিনি বলেন, ‘ ২০২২ সালে আফগান ক্রিকেটের জন্য খুবই ব্যস্ত সময়। দল হিসেবে স্বল্প সময় নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক ক্রিকেট প্রতিভা আছে। তাদেরকে খুঁজে বের করে সঠিক সুযোগ দেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। এই কাজ করতে আমি মুখিয়ে আছি।’
আফগানিস্তান জাতীয় দলের হয়ে দুইটি ওয়ানডে খেলেছিলেন নুর মালিকজাই। এছাড়াও ২০১০ এবং ২০১২ যুব বিশ্বকাপে আফগানদের প্রতিনিধিত্ব করেছিলেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেটেও বড় কিছু করতে পারেননি নুর। ঘরোয়া ক্রিকেটে মাত্র ১৮ প্রথম শ্রেণির ম্যাচের পাশাপাশি খেলেছেন মাত্র ১৩ লিস্ট ‘এ’ এবং ৮ টি-টোয়েন্টি ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]