সফররত আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার। এছাড়া স্কোয়াডে রয়েছেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি না খেলা ইয়াসির আলী চৌধুরী।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পাওয়া মুনিম শাহরিয়ার সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে নির্বাচকদের দৃষ্টি কেঁড়েছেন।
স্কোয়াডে জায়গা পাওয়া মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি এর আগে পাকিস্তান সিরিজে থাকলেও কোন ম্যাচ খেলা হয়নি। ফলে তিন টেস্ট খেলা এ টাইগার ব্যাটারের মাথায় এখনো টি-টোয়েন্টি ক্যাপ উঠেনি।
বঙ্গবন্ধু বিপিএলে ফরচুন বরিশালে ৬ ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম শাহরিয়ার। ব্যাট হাতে এমন ‘চমক’ জাগানো রানেই নির্বাচকদের দৃষ্টি কেঁড়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের এলাকা ময়মনসিংহের তরুণ এ ক্রিকেটার।
নতুন ডাক পাওয়া মুনিম শাহরিয়ার ছাড়া বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন লিটন দাস, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ ইমন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান এবং আকবর আলি।
বন্দর নগরী চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে টাইগার টি-টোয়েন্টি ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম এবং মো. নাঈম শেখ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]