সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হল অব ফেমে’ জায়গা করে নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। এর আগে ২০০৯ সালে আইসিসির হল অব ফেমেও জায়গা পেয়েছিলেন সাবেক এই ক্রিকেটার। এমন অর্জনে দীর্ঘদিনের বোলিং পার্টনার বন্ধু ওয়াকার ইউনিস অভিনন্দন জানিয়েছিলেন ওয়াসিমকে। জবাবে ইউনিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ওয়াসিমও।
ওয়াসিম আকরাম হল অব ফেমে জায়গা পাওয়ার পর ওয়াকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে লিখেন, ‘হেলাল-এ-হাফিজ, আইসিসি ও পিসিবির হল অব ফেম, তিন হ্যাটট্রিকসহ ৯১৬ আন্তর্জাতিক উইকেটের গর্বিত পারফর্মার। নায়কেরা যায়-আসে, কিংবদন্তিরা চিরঅমর। লেখাটা উৎসর্গ করলাম কিংবদন্তি ওয়াসিম আকরামকে। যোগ্য সম্মানই পেয়েছে। পুরো পাকিস্তানের জন্য গর্বের মুহূর্ত।’
বন্ধু ওয়াকার ইউনিসের এমন টুইটের জবাবে অতীতের স্মৃতি ফিরিয়ে আনেন ওয়াসিম আকরাম। ফিরতি টুইটে ওয়াসিম লিখেন, ‘ধন্যবাদ বন্ধু। অন্যপ্রান্তে তুমি না থাকলে আমার এতো অর্জন সম্ভব হতো না।’
নব্বই শতকের দিকে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ভয়ংকর জুটিগুলোর একটি ছিলেন ওয়াসিম-ওয়াকার। গতি তো ছিলোই। তারা দু’জন সবচেয়ে আতঙ্ক ছড়িয়েছেন রিভার্স সুইংয়ের মতো মারাত্মক অস্ত্র দিয়ে।
রোববার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস এবং কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার ম্যাচের আগে ওয়াসিম আকরামের হাতে হল অব ফেমের স্বীকৃতি তুলে দেন ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।
পাকিস্তানের হল অব ফেমে এখন পর্যন্ত জায়গা পেয়েছেন মোট আট ক্রিকেটার। তারা হলেন আব্দুল কাদির, ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াকার ইউনিস এবং জহির আব্বাস।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]