দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ঘরের মাঠের সর্বোচ্চ সুবিধাটাই নিতে চাইবে পাকিস্তান। এজন্য তারা যে স্পিন পিচ বানিয়ে অজিদের ঘায়েল করা চেষ্টা করবে, এই ব্যাপারে কোন সন্দেহ নাই। তবে অজিরাও পাকিদের স্পিন সামলানোর প্রস্তুতি নিয়েই আসবে বলেই জানিয়েছেন মার্নাস লাবুশেন।
পাকিস্তানের স্পিন সামলানোর জন্য ইতিমধ্যে নিজের বাড়িতেই অনুশীলন শুরু করে দিয়েছেন লাবুশেন। তাকে টিপস দিচ্ছেন আরেক অজি ব্যাটার স্টিভেন স্মিথ। বাড়িতে অনুশীলনের ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন লাবুশেন।
ভিডিওতে দেখা যায়, বাড়ির পিছন দিকে কার্পেট পেতে পিচ বানিয়েছেন লাবুশেন। সেখানে প্রয়োগ করেছেন দারুণ টেকনিক। পিচের মাঝ বরাবর ছড়িয়ে দিয়েছেন কয়েক টুকরো লোহা ও সিলভারের টুকরো। যাতে ঘূর্নয়মান বলের গতিপথ বুঝতে কোন অসুবিধা না হয়।
বাড়িতে স্পিন পিচের আদলে এমন টেকনিক প্রয়োগ করে অনুশীলনের ব্যাপারে লাবুশেন বলেন, ‘সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো, যখন আপনি ইংল্যান্ড যাবেন তখন বলগুলো ছোট দৈর্ঘ্য থেকে স্ট্যাম্পে আঘাত করবে। কিন্তু স্পিনে এটা হয় না।’
অস্ট্রেলিয়ার এই ব্যাটার আরও বলেন, ‘আপনি আসলে অনুমান করতে পারবেন না যে কি হচ্ছে। তাই আপনাকে একটি পরিকল্পনা নিয়েই আগাতে হবে। একটি পদ্ধতি প্রয়োগে এই সমস্যার সমাধান করতে হবে। আমার এভাবে অনুশীলনের পিছনে এই চিন্তাটাই কাজ করেছে।’
এবারের পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে, তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে মাঠ গড়াবে এই সিরিজ। এক মাসব্যাপী চলার পর ৫ এপ্রিল শেষ হবে অজিদের পাকিস্তান সফর।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]