আমাকে পরোক্ষভাবে অবসর নিতে বলা হচ্ছে : ঋদ্ধিমান সাহা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
আমাকে পরোক্ষভাবে অবসর নিতে বলা হচ্ছে : ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহাকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট এখন দুইভাগে বিভক্ত। এক ভাগে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড, আরেকদিকে ঋদ্ধিমানের পক্ষ নেয়া সাবেক ক্রিকেটাররা। সব মিলিয়ে বেশ উতপ্ত অবস্থায় আছে ভারতীয় ক্রিকেট। এবার এই উইকেটকিপার ব্যাটার জানালেন, আকার ইঙ্গিতে তাকে অবসর নিতে বলা হচ্ছে। অবসরের কথাটা তাকে বলেছেন ভারতীয় বোর্ডেরই একজন কর্মকর্তা।

ভারতের ক্রিকেট বিষয়ক শীর্ষ এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই ক্রিকেটার। ঋদ্ধিমান বলেন, ‘একদিন আমি চেতন শর্মার (নির্বাচকদের চেয়ারম্যান) ফোন পেলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি রঞ্জি ট্রফি খেলবো কিনা। আমি বললাম, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। তারপর সে কয়েক সেকেন্ড থেমে বলল, এখন থেকে তোমাকে আর বিবেচনা করা হবে না।’

নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মার আগে আকার ইঙ্গিতে ঋদ্ধিকে অবসরের ব্যাপারটা জানিয়ে দিয়েছিলেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই বিষয়ে ঋদ্ধি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের পর রাহুল ভাই আমাকে রুমে ডেকে বললেন, ‘ঋদ্ধি, আমি জানি না কিভাবে এটা বলবো। কিছু দিন ধরে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট উইকেটরক্ষক হিসাবে দলে একটি নতুন মুখ দেখতে চাইছে।’

এই উইকেটকিপার ব্যাটার আরও বলেন, ‘তিনি বলেছেন, আমি শ্রীলঙ্কা টেস্টের জন্য নির্বাচিত না হলে তিনি অবাক হবেন না। এর মধ্যে আমি যদি অন্য কোনো সিদ্ধান্ত (অবসর) নিতে চাই তবে তা করতে পারি। আমি তাকে বলেছিলাম আমি অবসরের কথা ভাবছি না। তা করার কাছাকাছিও নয়। যদি ভারতীয় দলে আপনি আমার জায়গা না দেখেন তবে সেটা আপনার সিদ্ধান্ত।’

এই ব্যাপারে বোর্ড সভাপতি জড়িত কিনা, এমন প্রশ্নের জবাবে ঋদ্ধি বলেন, ‘ইনজুরি নিয়েও আমি কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১ রান করেছিলাম। তখন দাদা (সৌরভ) আমাকে একটা মেসেজ করে অভিনন্দন জানিয়েছিলেন। এরপর আর তার সাথে আমার কোনো কথা হয়নি। এই ঘটনার পরেও না।’

এই ঘটনার পর মন খারাপ কিংবা রাগান্বিত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কখনো রাগ করি না। এখন রাগ করে নই। তবে অবাক লেগেছে যে, আমাকে দক্ষিণ আফ্রিকায় এক কথা বলে এক সিরিজ পরই এভাবে সিদ্ধান্ত বদলে ফেলায়। তবে এসব নিয়ে আমি কাউকে কিছু বলিনি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

এখনই ভারতীয় দলে রাহানে-পূজারাকে দেখছেন না আকাশ চোপড়া

এখনই ভারতীয় দলে রাহানে-পূজারাকে দেখছেন না আকাশ চোপড়া

ভারতীয় দলে নেই ঋদ্ধিমান, অভিযোগের তীর সৌরভের দিকে

ভারতীয় দলে নেই ঋদ্ধিমান, অভিযোগের তীর সৌরভের দিকে