পিসিবির ‘হল অব ফেমে’ ওয়াসিম আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
পিসিবির ‘হল অব ফেমে’ ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল ফেমে জায়গা পেলেন পাকিস্তানের কিনবদন্তি পেসার ওয়াসিম আকরাম। অষ্টম ক্রিকেটার হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছেন তিনি। 

পাকিস্তানের হয়ে ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেছিলেন ওয়াসিম আকরাম। এ সময়ে পাকিস্তানের হয়ে ৯১৬ উইকেট শিকার করেছিলেন। এছাড়াও ব্যাট হাতে করেছেন ৬,৬১৫ রান।

১৯ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এ বাঁহাতি পেসার দলকে নিয়ে দিয়েছে বহু সাফল্য। শুধু তাই নয়, ১৯৯২ সালে বিশ্বকাপ জয়েও ছিল তার ভূমিকা।

রোববার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে করাচি কিংস এবং কোয়েটা গ্লাডিয়েটর্স। এ ম্যাচের আগে তার হাতে হল অব ফেমের স্বীকৃতি তুলে দেন ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

পিসিবির হল অব ফেমে জায়গা পেতে বেশ দেরি হলেও ২০০৯ সালে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা পেয়েছিলেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের হল অব ফেমে এখন পর্যন্ত জায়গা পেয়েছেন আট ক্রিকেটার। ওয়াসিম আকরাম ছাড়াও এই তালিকায় আছেন আব্দুল কাদির, ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াকার ইউনিস এবং জহির আব্বাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

ভালোবাসার ‘বিশেষ শুভেচ্ছা’ পেয়ে উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদী

ভালোবাসার ‘বিশেষ শুভেচ্ছা’ পেয়ে উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদী