মেন্ডিস-শানাকার দারুণ ব্যাটিং, শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
মেন্ডিস-শানাকার দারুণ ব্যাটিং, শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়

অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য হাহাকার করছিল শ্রীলঙ্কা। অবশেষে কাঙ্খিত সেই জয়ের দেখা পেয়েছে লঙ্কান। সিরিজের শেষ ম্যাচে অজিদেরকে পাঁচ উইকেটে হারিয়েছে দাশুন শানাকা বাহিনী।

রোববার (২০ ফেব্রুয়ারি) মেলবোর্নে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। প্রথম চার ম্যাচ জিতে নির্ভার হয়েই মাঠে নেমেছিল অ্যারন ফিঞ্চের দল। তবে শ্রীলঙ্কার সামনে ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য। শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ এড়িয়েছে লঙ্কানরা।

ওপেনার কুশল মেন্ডিসের ৫৮ বলে ৬৩ রানে ভর করে পাঁচ উইকেট বড় জয় পায় লঙ্কানরা। শুধু তাই নয়, অধিনায়ক দাশুন শানাকাও রেখেছেন বড় ভূমিকা। তার ব্যাট থেকে এসেছে ৩৫ রান।

মেলবোর্নে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই দুই লঙ্কান পেসার দুশমন্থ চামিরা এবং লাহিরু কুমারার বোলিং তোপে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে ১৩ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে।

এরপর দলের হাল ধরেন জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাথু ওয়েড। এই তিনজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ১৫৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওয়েড। লঙ্কানদের হয়ে  দুইটি করে উইকেট শিকার করেন দুশমন্থ চামিরা এবং লাহিরু কুমারা।

১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন লঙ্কান ব্যাটাররা। তবে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা। তবুও এক প্রান্ত আগলে রেখে অজিদের বোলিং লাইন আপকে ছিন্ন ভিন্ন করেন ওপেনার কুশল মেন্ডিস।

৭১ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেললে দলে হাল ধরেন ওপেনার মেন্ডিস এবং অধিনায়ক দাশুন শানাকা। এই দুইজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত আর পথ হারায়নি শ্রীলঙ্কা। মেলবোর্নে জয় নিয়েই সিরিজ শেষ করে শ্রীলঙ্কা।

৫৮ বলে ৬৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ওপেনার কুশল মেন্ডিস। আর সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের টানা চতুর্থ জয়

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের টানা চতুর্থ জয়

আইপিএল খেলতে পারলে ভালো লাগতো : অ্যারন ফিঞ্চ

আইপিএল খেলতে পারলে ভালো লাগতো : অ্যারন ফিঞ্চ

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন