বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। তবে এ সিরিজে আগে এখনও দলের সাথে যোগ দিতে পারেননি বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিপিএল চলাকালীন করোনা আক্রান্ত হওয়া সিডন্স দ্বিতীয় টেস্টেও হয়েছেন পজিটিভ।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন জেমি সিডন্স। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন তিনি। দ্বিতীয় টেস্টেও পজেটিভ আসায় এখনও হোটেলে রুমবন্দি আছেন তিনি।
এ কারণেই ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে ছাড়াই চট্টগ্রাম পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। করোনা নেগেটিভ হলে ২২ ফেব্রুয়ারি দলের সাথে যোগ দিতে পারবেন সিডন্স।
দ্বিতীয় দফায় সিডন্সের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘দ্বিতীয় টেস্টেও পজিটিভ এসেছেন তিনি। তবে কোনো শারীরিক সমস্যা নেই। দশদিন শেষ হলে ২২ তারিখ দলের সাথে যোগ দিবেন তিনি।’
জেমি সিডন্স করোনা পজিটিভ হলেও স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং বাকি কোচিং স্টাফরা করোনা নেগেটিভ হয়েছেন। করোনা নেগেটিভ হয়ে বাকিরা ইতিমধ্যেই চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল।
বাংলাদেশে আসার পর দিন থেকেই মাঠে কাজে নেমে পড়েছিলনে জেমি সিডন্স। দলের সাথে কাজ করতে না পারলেও বিপিএলের খেলা নিয়মিতই দেখেছিলেন তিনি। তবে এসময় করোনা আক্রান্ত হওয়ায় তাকে হোটেল বন্দী হতে হয়েছেন তিনি।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন সিডন্স। এবার এসেছেন বিসিবির ব্যাটিং পরামর্শক হয়ে। তবে অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করায় তিনিই এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]