বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে বেজেছে আন্তর্জাতিক ক্রিকেটে দামামা। এবার ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে আতিথ্য দিবে বাংলাদেশ। এ সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে সংযুক্ত হচ্ছে ইস্পাহানি। এছাড়াও পাওয়ার্ড বাই হিসেবে থাকবে ওয়ালটন।
বিপিএল চলাকালীন বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান দল। সিলেটে করছে নিজেদের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্প শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম চলে যাবে আফগানরা। সেখানেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান দল।
বাংলাদেশে হওয়া কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেননি আফগানদের বড় দুই তারকা রশিদ খান এবং মোহাম্মদ নবী। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই তারা দলের সাথে যোগ দিবেন।
বিপিএলে না থাকলেও আফগানিস্তান সিরিজে থাকবে ডিআরএস। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ইস্পাহানি গ্রুপ। এছাড়াও এই সিরিজে পাওয়ার্ড বাই হিসেবে থাকবে দেশের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
রোববার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর ইসলাম টিটু।
এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি জেনারেল ম্যানেজার ওমর হান্নানসহ বিভিন্ন কর্মকর্তা। অনুষ্ঠানে দেশের ক্রিকেটে সাথে থাকার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]