টাকা না দেওয়া এবং মিথ্যাচারের অভিযোগ তুলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনারকে ‘আজীব নিষিদ্ধ’ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে জেমস ফকনারের করা সকল অভিযোগ অস্বীকার করেছে পিসিবি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন ফকনার।
টুর্নামেন্টের শেষাংশ না খেলেই দেশে চলে যাওয়া ফকনারের অভিযোগ ছিল, পিবিসি ও পিএসএল কর্তৃপক্ষ ক্রমাগত মিথ্যা বলছে। যা তাকে কষ্ট দিয়েছে। এছাড়া পিসিবি তাকে চুক্তির পারিশ্রমিক দিচ্ছে না এবং তাকে অপমানীত হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে ফকনারের এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড থেকে জানানো হয়, পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দুঃখের সাথে জানাচ্ছে যে, ফকনার মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগ দিয়েছে। যা কখনো ঘটেনি।
বিবৃতিতে পিসিবি জানায়, “পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটররা জেমস ফকনারের নিন্দনীয় আচরণে খুবই হতাশ হয়েছে। পাকিস্তান সুপার লিগে গত সাত বছরে পিসিবির চুক্তিগত বাধ্যবাধকতা পূরণ না করার বিষয়ে কোনো খেলোয়াড় কখনও অভিযোগ করেননি। বরং খেলোয়াড়রা পাকিস্তানের থাকা, পারিশ্রমিকসহ অন্যান্য সুবিধা নিয়ে প্রশংসা করেছে। এটি সত্য যে, পিএসএল এখন একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “পিসিবি, পাকিস্তান ক্রিকেট এবং পাকিস্তান সুপার লিগকে অসম্মান করায় জেমস ফকনারের বিষয়ে গুরুতপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি এবং পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বসম্মতভাবে সম্মত হয়েছে যে, জেমস ফকনারকে ভবিষ্যতে পাকিস্তান সুপার লিগের কোন ইভেন্টে নিলামে রাখা হবে না। তাকে আর পিএসএলে খেলানো হবে না।”
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]