বিপিএলে ফিক্সিং নিয়ে কোনো অভিযোগ নেই : বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলে ফিক্সিং নিয়ে কোনো অভিযোগ নেই : বিসিবি সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের পড়েছিল ফিক্সিংয়ের কালোথাবা। এরপর থেকে বিপিএলের কোনো আসরেই উঠেনি ফিক্সিং প্রসঙ্গ। অষ্টম আসরে আবারও মাথাচাড়া দিয়েছে ফিক্সিংয়ের গল্প। তবে এবারও এ নিয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিপিএলের অষ্টম আসর চলাকালীন দেশের কিছু গণমাধ্যম ফিক্সিং নিয়ে অভিযোগ আঙ্গুল তোলে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের দিকে। তারা জানায়, আবুধাবি টি-টেন লিগ, বিপিএলের ওয়ানডে ভার্সন এবং বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তোলে। তবে ফিক্সিং নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিপিএল ফাইনালের পুরষ্কার বিতরণীর পর তিনি বলেন, ‘তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে কিংবা কিছু তো জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এমন কোনো তথ‍্য নেই।’

আর বিষয়টি নিয়ে বিসিবি কাজ করছে না বলেও জানান তিনি। পাপন জানান, বিষয়টি দূর্নীতি দমন ইউনিট এবং আকসুর কাজ। তারাই বিষয়টি নিয়ে কাজ করবে বলে জানান।

তিনি বলেন, ‘এটা আমাদেরও দেখার ব‍্যাপার নয়। এটা দেখার জন‍্য আমাদের দুর্নীতি বিরোধী ইউনিট-আকসু আছে, আইসিসিরও আকসু আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি। কাজেই যেই জিনিস আসে নাই সেই জিনিস নিয়ে….।’

গণমাধ্যম এসব নিয়ে কথা বলায় কিছুটা ক্ষোভও প্রকাশ করেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমাদের সমস‍্যা হচ্ছে কি, আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই হলো আমাদের সমস‍্যা। বিপিএল বলেন আর অন‍্য যাই বলেন। অন‍্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। খালি প্রশংসাই শুনি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থবারের মতো বিপিএল সেরা সাকিব

চতুর্থবারের মতো বিপিএল সেরা সাকিব

সাকিব ‘কাণ্ডে’ ফরচুন বরিশালকে শোকজ

সাকিব ‘কাণ্ডে’ ফরচুন বরিশালকে শোকজ

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম