ব্যাট হাতে ঠিক চেনা ছন্দে নেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। এর মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন তিনি। এমনটাই জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। কোহলি নিজেকে সরিয়ে নিলেও ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন রবীন্দ্র জাদেজা।
চলমান ওয়েস্ট সিরিজ শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথ্য দিবে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শততম টেস্ট খেলতে নামবেন কোহলি। টেস্ট খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এ কারণে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ছিলেন না তিনি।
ব্যাঙ্গালুরুর ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শেষে জাতীয় দলের ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাদেজা। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তিনি।
সর্বশেষ ২০২১ সালে নিউজিল্যান্ড সিরিজের কানপুর টেস্টে খেলেছিলেন তিনি। সেখানেই ইনজুরিতে পড়েছিলেন জাদেজা।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই লাক্ষ্মৌতে পৌঁছেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়াও শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরবেন জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ শামি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]