রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন বিহার দলের ক্রিকেটার সাকিবুল গনি। অভিষেকেই হাঁকিয়েছেন ত্রিশতক। এ ত্রিশতকেই ভেঙেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের সর্বোচ্চ রানের রেকর্ড।
কলকাতায় রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নেমেছে বিহার এবং মিজোরাম। এ ম্যাচে ৩৮৭ বলে ৩০০ রান করেন সাকিব। শুধু তাই নয়, এ ইনিংস খেলার পথে অর্ধশতবার চার মেরেছেন এই তরুণ। অর্থাৎ এখান থেকেই করেছেন ২০০ রান।
ত্রি শতক করার আগেই অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ রেকর্ড ভেঙেছিলেন সাকিবুল গণি। এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন মধ্যপ্রদেশের ক্রিকেটার অজয় রোহেরা।
তিনি হায়দরাবাদের বিপক্ষে অভিষেকে করেছিলেন ২৬৭ রান। এর আগে এই রেকর্ড মালিক ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অমল মজুমদার। তিনি মুম্বাইয়ের হয়ে নিজের অভিষেক ম্যাচে করেছিলেন ২৬৫ রান।
দারুণ পারুফর্ম করার পরও আইপিএল নিলামে ছিলেন না সাকিবুল গণি। নিয়মের বেড়াজালে পড়ে আইপিএল নিলামে ছিলেন না তিনি।
আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটারের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং কমপক্ষে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে।
২২ বছর বয়সী সাকিবুলের বয়সে সমস্যা না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো অভিজ্ঞতা না থাকায় আইপিএলে উঠেনি তার নাম। নিলাম এক সপ্তাহ পর হলে হয়তো কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে নিয়েই নিতো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]