কাউন্টি দল উস্টারশায়ারে নাম লেখালেন আজহার আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
কাউন্টি দল উস্টারশায়ারে নাম লেখালেন আজহার আলি

কাউন্টি ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই উস্টারশায়ারের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানি ব্যাটার আজহার আলি। এবার সেই উস্টারশায়ারের হয়েই মাঠে নামবেন এ পাকিস্তানি ব্যাটার। ম্যাথু ওয়েডের বদলি হিসেবে আজহারকে দলে নিয়েছে কাউন্টি দলটি।

মৌসুম শুরুর বেশ আগেই উস্টারশায়ারের সাথে সব ফরম্যাটে খেলার জন্য চুক্তি করেছিলেন ম্যাথু ওয়েড। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে অনুষ্ঠিত মেগা নিলামে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে গুজরাট লায়নস।

আইপিএলে দল পাওয়ার পরই কাউন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অজি তারকা। তার বিকল্প হিসেবেই আজহার আলিকে দলে নিয়েছে উস্টারশায়ার।

কাউন্টি ক্রিকেটের সর্বশেষ তিন মৌসুমে সামারসেটের হয়ে খেলেছিলেন আজহার আলি। এবার সামারসেট তাকে দলে না নিলেও পুরো মৌসুমে উস্টারশায়ারের হয়ে খেলবেন এই পাকিস্তানি ক্রিকেটার।

কাউন্টি ক্রিকেটে রেকর্ড খুব বেশি সমৃদ্ধ নয় আজহারের। তিন মৌসুমে ২০ ম্যাচ খেলে ২৮ দশমিক ৭৬ গড়ে করেছেন ৯৭৮ রান। এরপরেও নতুন করে আবারও সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

কাউন্টি ক্রিকেটে পারফর্ম করতে না পারলেও পাকিস্তানের হয়ে সাদা পোষাকে বেশ সফল আজহার। পাকিস্তানের হয়ে ৯১ টেস্টে ১৮ সেঞ্চুরিতে ৬,৭২১ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে কাউন্টিতে চুক্তিবদ্ধ হলেন লাকমল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে কাউন্টিতে চুক্তিবদ্ধ হলেন লাকমল

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিলেন গ্রান্ট ফ্লাওয়ার

কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিলেন গ্রান্ট ফ্লাওয়ার