চলতি বছরের মার্চ মাসে পূর্নাঙ্গ সিরিজ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খানিক সংশয় থেকেই যায়। তবে নির্ভয়ে অজিদের পাকিস্তানে আসার আমন্ত্রণ জানালেন পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ সাকলাইন মুশতাক।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের শীর্ষ এক গণমাধ্যমকে সাকলাইন বলেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কোনো ভয় ছাড়াই পাকিস্তানে আসা উচিত। পাকিস্তান সবসময়ই অন্যান্য ক্রিকেট দলকে আন্তরিকভাবে স্বাগত জানায়। পাকিস্তানের আতিথেয়তা সারা বিশ্বে পরিচিত।’
অজিদের নিরাপত্তা নিয়ে কথা বলার পাশাপাশি নিজেদের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন পাকিস্তান কোচ। সাবেক এই অফ-স্পিনার বলেন, ‘আমরা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভালোভাবেই কৌশল প্রস্তুত করবো। আমরা খুব কঠোর অনুশীলন করছি। সেটা সবাই মাঠেই দেখতে পাবে।’
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই করাচিতে অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছে পাকিস্তান। ক্যাম্পের প্রথম দিনের দুই সেশন অনুশীলন করেন খেলোয়াড়রা। প্রথম সেশনে খেলোয়াড়রা ফিল্ডিং অনুশীলন করেন। দ্বিতীয় সেশনে নিজেদের ব্যাটিং ও বোলিং ঝালিয়ে নেন।
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবর আজম এবং তার দল করাচি কিংসের ভরাডুবি নিয়েও কথা বলেছেন সাকলাইন। তিনি বলেন, ‘বাবর আজম বিশ্বের এক নম্বর ব্যাটার। আসলে, টি-টোয়েন্টি ক্রিকেটে যে দলটি শুরু থেকেই গতি অর্জন করে তারা সফল হয়। কিন্তু দুর্ভাগ্যবশত করাচি সেই পর্যায়ে যেতে পারেনি।’
অস্ট্রেলিয়ার বিগব্যাশে খেলার সময় বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয় মোহাম্মদ হাসনাইনের। এ নিয়ে কথা বলতে গিয়ে সাকলাইন বলেছন, ‘হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে কাজ চলছে। আমরা খুব শীঘ্রই তার সম্পর্কে একটা সুখবর শুনতে পাবো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]