ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৮৪ : দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের জন্মদিন। মিস্টার ৩৬০ খ্যাত এ ব্যাটার পুরো ক্যারিয়ারে ১৭ নম্বর জার্সি পড়ে খেলেছেন।
২০০৫ : প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অকল্যান্ডে মুখোমুখি হয়েছিল দুই দল।
১৯৮২ : টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।
২০১৩ : ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া নারী দল।
১৯১৬ : ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক ডন ট্যালনের জন্মদিন।
১৯৩৬ : অজি উইকেটরক্ষক বেরি জার্মানের জন্মদিন। অস্ট্রেলিয়ার হয়ে ১৯ টেস্ট খেলেছিলেন তিনি।
১৯৯৮ : ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেটের জয় পায় ইংল্যান্ড। অ্যালেক স্টুয়ার্টের দারুণ ব্যাটিংয়ে জয় পায় ইংলিশরা।
১৯৭৩ : অকল্যান্ডে নিজের অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেন কিউই ওপেনার রোডনি রেডমন্ড। দারুণ অভিষেক হলেও এক টেস্টেই থেমেছে তার ক্যারিয়ার।
১৯৭৬ : নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ভারতকে ইনিংস ব্যবধানে হারায় কিউইরা।
১৯৯৬ : ৪৭ বছর ২৪০ দিন বয়সে নেদারল্যান্ডসের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলেন নোলান ক্লার্ক। সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।
১৮৮২ : সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় ইংল্যান্ড। অফ স্পিনার জয় পালমার ১১ উইকেট শিকার করেন এ ম্যাচে।
১৯৬২ : কিউই উইকেটরক্ষক টনি ব্লেইনের জন্মদিন।
১৯৮১ : ক্যারিবিয়ান ক্রিকেটার রায়ান হিন্ডসের জন্মদিন। ২০০০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে জাতীয় দলের জার্সিতে কখনই নিয়মিত হতে পারেননি হিন্ডস।
১৯৮৮ : ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের জন্মদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]