জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও কখনো ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে পারেনি। এই আক্ষেপটা থেকেই গিয়েছিল। অবশেষে ঘুচলো সেই আক্ষেপও। বাছাইপর্ব পেরিয়ে তাসমান সাগরপাড়ের বিশ্বমঞ্চে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমবারের মতো অংশগ্রহণ করার আনন্দ দলনেতা নিগার সুলতানা জ্যোতির চোখে-মুখেও। আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বাঘিনীদের দলনেত্রী।

জ্যোতি প্রথমেই লিখেন, ‘আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে খেলা আমাদের সকলের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। আমরা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি কিন্তু একটিও ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। তাই আমরা খুব রোমাঞ্চিত। সবচেয়ে বড় মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে আছি। আমরা এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চাই এবং হিসাব করে রাখতে চাই।’

নারী ক্রিকেটের শক্তিশালী দলগুলোর বিপক্ষে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান জ্যোতিরা। জ্যোতি বলেন, ‘আমরা কখনোই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলিনি। তাই এবার তাদের বিপক্ষে খেলা একটি নতুন অভিজ্ঞতা হবে।’

জ্যোতি আরও বলেন, ‘আমরা টিভি এবং ইন্টারনেটে তাদের অনুসরণ করেছি কারণ আমরা জানতাম যে একদিন আমরা তাদের বিরুদ্ধে খেলব। আমাদের অ্যানালাইসিস্টরা প্রস্তুতিতে সহায়তা করার জন্য তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন।’

একসময় বাংলাদেশ নারী ক্রিকেট ছিল অনেকটা ট্যাবুর মতো। সেটা পরিবর্তন করতে পেরে খুশি জ্যোতি বলেন, ‘সাধারনত ২০১৮ সালে আমাদের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। লোকেরা এখন আরও বেশি আগ্রহ দেখাচ্ছে।’

নারী দলের অস্তিত্ব সর্বত্র ছড়িয়ে পড়েছে জানিয়ে জ্যোতি বলেন, ‘তারা জানে যে বাংলাদেশ নারী দলের অস্তিত্ব আছে। এর আগে অনেকেই হয়তো জানতো না। এখন লোকেরা আগ্রহ দেখাচ্ছে। তারা জানতে চায় আমরা কোথায় এবং কীভাবে খেলতে যাচ্ছি।’

দেশের মানুষের প্রত্যাশার চাপকে ভাল কিছু করার তাগিদ হিসাবেই দেখছেন জ্যোতি। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ। মানুষের সমর্থন এখন নারী দলের জন্যও আছে। এটা কিছুটা চাপ নিয়ে আসে। আমরা তাদের প্রত্যাশার জন্য আরও ভালো খেলার ইচ্ছা অনুভব করি।’

প্রথমবার নারী বিশ্বকাপে অংশগ্রহণকে বড় কিছু হিসাবেই দেখছেন জয়িতাদের দলনেত্রী। জ্যোতি বলেন, ‘এই প্রতিযোগিতাটি আমাদের জন্য একটি বিশাল এক সুযোগ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। আমরা একটি দল হিসাবেও বেশ উন্নতি করছি।’

শেষদিকে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানাতে গিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমরা যদি এখানে ভালো করতে পারি, এটা হবে আমাদের সবার জন্য একটি বিরাট ঐতিহাসিক মুহূর্ত।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি