আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেও তখন আলোচনায় আসেননি টিম ডেভিড। তবে ফ্রাঞ্চাইজি লিগের জাত চিনিয়েছেন এই ব্যাটার। সিঙ্গাপুর ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের অপেক্ষায় ডেভিড। পাকিস্তান সফরের টিম ডেভিড ডাক পেতে পারেন বলে জানিয়েছেন অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামে ঝড় তুলেছিলেন টিম ডেভিড। এরপরেই তাকে জাতীয় দলে ডাকা হবে বলে ইঙ্গিত দিলেন অধিনায়ক ফিঞ্চ।
এ বিষয়ে ফিঞ্চ বলেন, ‘ডেভিড যদি অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তান সফরের সাদা বলের স্কোয়াডে জায়গা না পায়, তাহলে অক্টোবরের শুরুতে হতে যাওয়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেকের আরও সুযোগ থাকবে।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সময় কাটাচ্ছেন টিম ডেভিড। পিএসএলে ৪৬.৮০ গড়ে করেছেন ২৩৪ রান।
পিএসএলের দারুণ ফর্মের পর ফিঞ্চ আরও বলেন, ‘বিশ্বের প্রতিটি দল তাদের মিডল অর্ডারে একজন শক্তিশালী ব্যাটার চায়। আমরা সত্যিই ভাগ্যবান যে, স্টয়নিস, ম্যাক্সওয়েল, স্যামস, ওয়েড, অ্যাশটন টার্নার এবং রাডারে আছে টিম ডেভিড। এদের সবারই ক্ষমতা আছে।’
সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন টিম ডেভিড। এ কারণেই অজিদের হয়েও খেলার যোগ্যতা রয়েছে ডেভিডের। এখনও পর্যন্ত ৮৫ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪.৬৯ গড়ে ১ হাজার ৯০৮ রান করেছেন তিনি। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫৯.৩৯ গড়ে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]