করোনাভাইরাস মহামারির কারণে মাঠে দর্শক ফেরাতে অপারগ ছিল দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের আগেই ধারণা করা হচ্ছিলো টি-টোয়েন্টি সিরিজে মাঠে ফিরবে দর্শক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেতও পেয়েছিল বিসিসিআই।
রাজ্য সরকারের সবুজ সংকেতের পরও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনায় মাঠে দর্শক ফেরায়নি বিসিসিআই। সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি বিসিসিআই। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে মাঠে দর্শক ফিরবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনাভাইরাস মহামারির মধ্যে মাঠের ধারণ ক্ষমতার ৭৫ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। সে অনুয়ায়ী ইডেন গার্ডেনে ৫০ হাজার দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। তবে ক্রিকেটারদের নিরাপত্তা কথা মাথায় রেখে ২০ হাজার দর্শক প্রবেশ করতে পারবে।
করোনাভাইরাস মহামারির কারণে ওয়েস্ট সিরিজে ভেন্যুর সংখ্যা কমিয়ে এনেছে ভারত। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই আয়োজিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]