কিউই পেসার ম্যাট হেনরির বোলিং তোপে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালের পর প্রথমবারের মতো ১০০ রানের নিচে অলআউট হলো প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। প্রথম দিনের শুরুতেই বল হাতে আগুন ঝড়াতে থাকেন কিউই বোলাররা।
ম্যাট হেনরির বোলিং তোপে ব্যাট হাতে যেন রান করতেই ভুলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছিল।
কিউই পেসার ম্যাট হেনরি ১৫ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছিলেন ৭ উইকেট। এহাড়াও একটি করে উইকেট শিকার করেন টিম সৌদি, কাইল জেমিসন এবং নেইল ওয়াগনার।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে নিউজিল্যান্ড। তিন উইকেট হারিয়ে স্কোর বোর্ডের ১১৬ রান তোলে স্বাগতিকরা।
অবশ্য ইনিংসের শুরুতে নিজেরাও বিপদে পড়েছিল কিউইরা। দলকে খাদের পড়তে দেননি দুই ব্যাটার ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। দিনের শেষ ভাগে কনওয়ে ফিরে গেলেও এক প্রান্ত আগলে টিকে আছেন নিকোলস।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৯৫/১০ (৪৯.২ ওভার) (হামজা ২৫; হেনরি ৭/২৩)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ১১৬/৩ (৩৯ ওভার) (নিকোলস ৩৭*; অলিভিয়ের ২/৩৬)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]