বাংলাদেশে এসে কন্ডিশনিং ক্যাম্প করছে আফগানিস্তান দল। বাংলাদেশ সফরে আসা ক্রিকেটাররা হয়েছিলেন করোনা আক্রান্ত। একদিন পরেই জানা গেল, পুরো দলই করোনা নেগেটিভ হয়েছে। করোনা নেগেটিভ হওয়ায় অনুশীলন করতে বাঁধা নেই তাদের।
বাংলাদেশ সফরকে সামনে রেখে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে আফগানিস্তান দল। সেই কন্ডিশনিং ক্যাম্পের শুরুর দিনই জানা গেছে করোনা আক্রান্ত হয়েছেন আট আফগান ক্রিকেটার।
শুধু ক্রিকেটাররা নয়, করোনা আক্রান্ত হয়েছিল তিনজন সাপোর্ট স্টাফ এবং একজন ক্রিকেটারের স্ত্রী। স্বস্তির খবর হলো ২৪ ঘণ্টার মধ্যে নেগেটিভ এসেছে সবার ফলাফল।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আফগানদের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে অনুশীলন করতে পারবে পুরো দল।
বাংলাদেশ সফরে ২২ সদস্যের স্কোয়াড নিয়ে আসলেও এখনও দলের সাথে যোগ দেননি দুই তারকা ক্রিকেটার রশিদ খান এবং মোহাম্মদ নবী। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে দলের সাথে যোগ দেননি তারা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানিস্তান। ক্যাম্প শেষে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে চলে যাবে আফগানরা। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ। আফগান সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]