ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ-২০২১-২২ এ বিস্ময়কর এক রেকর্ড গড়লো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের তরুণ ক্রিকেটার তন্ময় আহমেদ। বিকেএসপি তিন নম্বর গ্রাউন্ডে সুপার লিগের ম্যাচে বল হাতে একাই নিয়েছেন ৯টি উইকেট। এ রেকর্ড গড়ার পথে হ্যাটট্টিক উইকেট শিকারও করেছেন তিনি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেএসপিরে তিন নম্বর গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিমের বিপক্ষে বিস্ময়কর এ রেকর্ড গড়েন বাঁহাতি স্পিনার তন্ময় আহমেদ।
তন্ময়ের এমন বোলিং ফিগারে ২০ দশমিক ৩ ওভারেই মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিম। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
৫০ ওভারের ম্যাচে জয়ের জন্য মাত্র ৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ দশমিক ৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ফলে ৯ উইকেটে জয় তুলে নেয় তন্ময়ের দল ঢাকা ওয়ান্ডারার্স।
দলের জয়ের বল হাতে এমন বিস্ময়কর রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন তন্ময় আহমেদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]