বল টেম্পারিংয়ের ঘটনায় ১ বছরের জন্য নিষিদ্ধ হোন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে বেকার সময়টা মোটেও ভালো যাচ্ছে না ওয়ার্নারের। নিজে করছেন নিজের বাড়ীর নির্মানের কাজ।
ক্রিকেটের চিরাচরিত হেলমেটের বদলে শ্রমিকদের হার্ড হ্যাট হেলমেট ঠাঁই পেয়েছে তার মাথায়। হ্যাঁ, এমনই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অবশ্য ওয়ার্নারের ‘নতুন চাকরি’ পাওয়ার কথা কথা প্রকাশ্যে এনেছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। নির্মাণ শ্রমিকের পোশাকে সিডনিতে বাড়ি তৈরির কাজ করছেন ওয়ার্নার। আর ডেভিডের হেলমেটে লেখা ‘ডি ওয়ার্নার-প্রজেক্ট ম্যানেজার, অ্যাপ্রেন্টিস সেলিব্রিটি।’ ক্রিকেট ছেড়ে আপাতত তাই বাড়ি তৈরিতেই ব্যস্ত প্রজেক্ট ম্যানেজার ডেভিড ওয়ার্নার।