‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দারুণ ছন্দে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। তবে এর চেয়েও বড় খবর হলো নিজের খেলায় পারফেক্ট হচ্ছেন সাকিব। এতে কমে আসবে তার ভুল। এমনটাই জানিয়েছেন, তার কোচ নাজমুল আবেদীন ফাহিম।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর অনুশীলন করে বিপিএলের অষ্টম আসরের প্রথম ফাইনালিস্ট ফরচুন বরিশাল। অনুশীলনে ব্যাট হাতে বেশ মনোযোগী দেখা যায় সাকিবকে। এ সময় নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন গুরু নাজমুল আবেদীন ফাহিমের সাথে।

অনুশীলন শেষে বরিশালের হয়ে সংবাদ মাধ্যমে সামনে কথা বলতে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। সেখানেই সাকিবের বিষয়ে কথা বলেন তিনি। বলেন, ‘আজকে (বুধবার) যে আসলো, সেই পারফেকশনের লক্ষ্য নিয়েই আসছে। কিছুদিনের মধ্যে এমন জায়গায় যাবে, তখন ওকে আমরা খুব কম ভুল করতে দেখবো।’

তার ব্যাটিংয়ে ঘাটতির কোনো জায়গা দেখছেন না কোচ। জানান, ঘাটতি না থাকলেও উন্নতির অনেক জায়গা আছে। এ বিষয়ে ফাহিম বলেন, ‘ল্যাকিংস বলবো না। পারফেকশনের তো কোনো লিমিট নেই। কিছু কিছু জায়গায় পারফেকশনের অভাব আছে। সেটা ও উপলব্ধি করে। সেগুলো নিয়মিত মাথায় রেখেই ও চলে।’

এছাড়াও বিপিএলে দারুণ ছন্দে থাকায় নিজের খেলা বেশ ভালোভাবেই উপভোগ করছেন বলে জানান কোচ নাজমুল আবেদীন ফাহিম। মাঠে তার খেলা দেখেই সেটা বোখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ফাহিমের ভাষ্যমতে, ‘ভালো খেলছে এবং খেলাটা খুব এনজয় করছে। মাঠের ভিতরে ওর অ্যাক্টিভিট দেখে বোঝা যায় ও খেলাটা খুব এনজয় করছে। সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। ওর এনজয়মেন্টটা ওকে আরও উপরে উঠাচ্ছে।’

বিপিএলে সাকিবকে দেখা গেছে বড় শট খেলার চেষ্টা করছে। এটাকেও ইতিবাচকভাবে দেখছেন সাকিবের গুরু। বলেন, ‘আমার মনে হয় নিয়মিত হওয়াটা খুব জরুরি। ও নিজে নিজে এটা করেছে। খুব কম সময়ের মধ্যে করেছে। এটা থেকে সরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। ওর নিয়মিত হওয়াটা জরুরি। অনুশীলন করা দরকার।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ ইবাদত ও জয়

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ ইবাদত ও জয়

টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও

ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও