টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে শামসি, তিনে হাসারাঙ্গা 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে শামসি, তিনে হাসারাঙ্গা 

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন অজি পেসার জশ হ্যাজলেউড। সিরিজের বাকি দুই ম্যাচেও ছিলেন সেরা ছন্দে। তবুও টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন তিনি। হ্যাজলেউডকে সরিয়ে উপরে উঠে এসেছেন তাবরাইজ শামসি।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে মেগা নিলাম কাঁপানো লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিন নম্বরে অবস্থান করছেন। করোনা আক্রান্ত হওয়ায়  অস্ট্রেলিয়া সফরে ছন্দে থাকার পরও খেলতে পারছিলেন না তিনি।

অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কার হয়ে চমক দেখাচ্ছেন স্পিনার মহেশ থিকসানা। দারুণ পারফর্মেন্সের পুরষ্কার স্বরুপ ১৬ ধাপ এগিয়েছেন তিনি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান ২৯তম।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ৭১তম স্থানে উঠে এসেছেন ঋষভ পান্থ। তার রেটিং পয়েন্ট ৪৬৯।

ক্যারিবিয়ানদের বিপক্ষে বল হাতে আধিপত্য বিস্তার করেছেন ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণ। ৫০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি। এদিকে ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ দুই ধাপ এগিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

ইবাদতকে পিছনে ফেলে জানুয়ারি সেরা কেগান পিটারসেন

ইবাদতকে পিছনে ফেলে জানুয়ারি সেরা কেগান পিটারসেন

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

ফিক্সিং কাণ্ডে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় টেইলর

ফিক্সিং কাণ্ডে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় টেইলর