পাকিস্তান সফরে অজি স্কোয়াডে পরিবর্তন, নেসারের বদলি স্টিকিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
পাকিস্তান সফরে অজি স্কোয়াডে পরিবর্তন, নেসারের বদলি স্টিকিটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার মাইকেল নেসার। সাইড স্ট্রেনের ইনজুরির কারণে মাঠে নামা হচ্ছে না তার। নেসারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার মার্ক স্টিকিটি।

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। সফরের কয়েকদিন আগে নেসারের ইনজুরি অজিদের জন্য দুঃসংবাদই বটে। স্ক্যান পরীক্ষার মাধ্যমে তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় চোট পান এই ক্রিকেটার। দীর্ঘক্ষণ বৃষ্টির পর মাঠে নেমে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন তিনি।

নেসারের ইনজুরিতে মূল দলে ঢুকে পড়েছেন আগে থেকেই স্ট্যন্ডবাই থাকা স্টিকিটি। তার জায়গায় নতুন করে স্ট্যান্ডবাই হিসাবে দলে নেয়া হয়েছে সাউথ অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেন্ডন ডাগেটকে।

পাকিস্তান সফরে পেস আক্রমণ নিয়ে দুশ্চিন্তা এখনি যাচ্ছে না প্যাট কামিন্সের। আগেই খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ঝাই রিচার্ডসন। এবার ছিটকে গেলেন নেসার। ভরসা বলতে হ্যাজলেউড ও স্টার্ক।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে সফরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল

পাকিস্তানে সফরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল

আরও দুই বছর হোবার্ট হ্যারিকেনসে থাকছেন টিম ডেভিড

আরও দুই বছর হোবার্ট হ্যারিকেনসে থাকছেন টিম ডেভিড

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী