ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের চারটিতেই হেরেছে ইংলিশরা। এরপর থেকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট নিয়ে হচ্ছে সমালোচনা। অবশ্য কোচ মিকি আর্থারের মতে কাউন্টি ক্রিকেট নয়, ক্রিকেটারদের টেস্ট খেলায় নেতিবাচক প্রভাব ফেলছে আইপিএল।

২০২১ সালে টেস্ট ক্রিকেটে খারাপ সময় কাটিয়েছে ইংল্যান্ড। এ সময়ে কাউন্টি দলগুলো টেস্ট ক্রিকেটার তৈরি করতে পারছে না বলেও বিভিন্ন কথাবার্তা হয়েছে।

ঠিক এ সময়ই কাউন্টি দলগুলোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাবেক কোচ মিকি আর্থার। জানিয়েছেন, ক্রিকেটাররা কাউন্টি না খেলে আইপিএলকে প্রাধান্য দেওয়ায় তাদের খেলা নষ্ট হয়েছে। মৌসুমের শুরুতেই ক্রিকেটারদের আইপিএল না খেলে কাউন্টি খেলার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘ইংল্যান্ড রানই করতে পারছে না। কাউন্টি ক্রিকেটকে দোষ দিয়ে কোনো লাভ নেই। অনেক লম্বা সময় ধরে কাউন্টি ক্রিকেট থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় আসছে। সিস্টেমে কোনো সমস্যা আছে বলে মনে হয় না।’

মৌসুমের প্রথম টেস্ট খেলার আগে ক্রিকেটারদের কাউন্টিতে খেলে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন বলে জানান তিনি। বলেন, ‘মৌসুমের শুরুতে যদি আপনি ক্রিকেটারদের স্ট্রেংথ ধরে রাখতে চান, দুর্ভাগ্যবশত আপনাকে ওদের আইপিএলে খেলা থামাতে হবে। মৌসুমে প্রথম টেস্ট খেলার আগেই তারা আইপিএল খেলে আসছে। আপনার সেরা ক্রিকেটারদের টেস্ট ম্যাচের আগে কাউন্টি খেলে প্রস্তুতি নেয়া উচিত।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি আসরেই ইংল্যান্ডের ক্রিকেটাররা নিয়মিতই খেলেন। এমনকি টেস্ট দলের নিয়মিত সদস্যরা আইপিএল খেলে সরাসরি মৌসুমের প্রথম টেস্ট খেলতে নেমে পড়েন। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে কাউন্টিতে চুক্তিবদ্ধ হলেন লাকমল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে কাউন্টিতে চুক্তিবদ্ধ হলেন লাকমল

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিলেন গ্রান্ট ফ্লাওয়ার

কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিলেন গ্রান্ট ফ্লাওয়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার