সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মে নেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। প্রায় আড়াই বছর ধরে সেঞ্চুরি খরায় ভুগছেন তিনি। এরই মধ্যে হারিয়েছেন দলের নেতৃত্বভার। এ সময়ে মিডিয়াও ছাড়ছে না তার পিছু। এবার কোহলির হয়ে সাংবাদিকদের এক হাত নিলেন অধিনায়ক রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই হাফ সেঞ্চুরি করলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানখরায় ভুগেছেন তিনি। এরপর থেকেই বিরাট কোহলির পিছনে মিডিয়া যেন আরও বেশি করে লেগে পড়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে নিয়ে করা বিব্রতকর প্রশ্নে রোহিত বলেন, ‘আমার মনে হয় আপনারাই এসব নিয়ে বলছেন। আপনারা যদি লম্বা সময় ধরে চুপচাপ থাকেন, বিরাট কোহলি ঠিক থাকবে। সবকিছুই ঠিকঠাকভাবে হবে। সে মানসিকভাবে দারুণ শান্তিতে আছে।’
এছাড়া এই সময়ে কোহলি মানসিকভাবে ঠিক আছেন বলেই জানিয়েছেন তিনি। জানান, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানো তার জন্য কোনো কঠিন বিষয় নয়।
রোহিত আরও বলেন, ‘সে এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ যখন এতো লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা জানে কীভাবে চাপ সামলাতে হয়। আমার মনে হচ্ছে আপনারাই এটা নিয়ে বেশি কথা বলছেন। আপনারা যদি চুপচাপ থাকেন, সবকিছুই ঠিকভাবে হবে।’
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কলকাতার ইডেন গার্ডেনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ভারত। এ সিরিজের দলেও রয়েছেন সদ্যই ভারতের অধিনায়কত্ব হারানো কোহলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]