কয়েকদিন পরই মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের প্রাইজমানি ৭৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে আইসিসি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। সেখানেই প্রাইজমানি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে ১০ লাখ ৩২ হাজার ডলার। সর্বশেষ ২০১৭ সালের আসরের চেয়ে দ্বিগুণ।
এছাড়াও রানার্স আপ দল পাবে ৬ লাখ ডলার। যা গত আসরের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর প্রত্যেকটির পকেটে ঢুকবে ৭০ হাজার ডলার।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলের পকেটে ঢুকবে মোট ছয় লাখ ডলার। এছাড়াও প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলোর জন্য বরাদ্দ থাকবে ২৫ হাজার ডলার করে।
চলতি বছরের ৩ মার্চ থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। এ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]