শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

ব্যাকপেইনের সমস্যার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদী। আফ্রিদি আগেই বলে রেখেছিলেন, পিএসএলে এটাই হতে যাচ্ছে তার শেষ আসর। কার্যত, এই টুর্নামেন্টে আর কখনোই দেখা যাবে না আফ্রিদিকে।

আফ্রিদির এই সরে দাঁড়ানোর ঘোষণায় সতীর্থ, ভক্ত এবং ক্রীড়া বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আফ্রিদির অসাধারণ ক্রিকেট অধ্যায়ের কথা স্মরণ করেছেন। কেউ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবার আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন তার সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম।

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম তার সামাজিক যোগাযোগ্মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি প্রথমবার শহিদ আফ্রিদীকে নেটে দেখেছিলাম ১৯৯৬ সালে। তিনি তার বোলিং ছাড়াও ব্যাটিং দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছিলেন।’

আফ্রিদীর কীর্তির কথা স্মরন করে ‘সুইং অব সুলতান’ লিখেন, ‘তখনকার সময়ে সে দ্রুততম শতক করেছিল। এরপর ধীরে ধীরে সে বড় তারকা হয়ে উঠলো। সে পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে এবং খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। আমি তার জীবনের সর্বমঙ্গল কামনা করছি।’

রবিবার (১১ ফেব্রুয়ারি) আসরের মাঝপথ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন আফ্রিদি। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পুরনো ইনজুরি সব কঠিন করে তুলেছে। যে যন্ত্রণা হচ্ছে তা আমি আর সহ্য করতে পারছি না।’

পাকিস্তানের হয়ে সোনায় মোড়ানো এক ক্যারিয়ার ওয়াসিম আকরামের। পাকিস্তানের জার্সি গায়ে দুই ফরম্যাট মিলিয়ে ৪৬০টি ম্যাচ খেলেছেন আকরাম। তাতে উইকেট শিকার করেছেন ৯১৬টি। তাকে আসলে উইকেট সংখ্যা দিয়ে বুঝানো সম্ভব না। সুইংয়ের অতিমানবীয় প্রদর্শনীতে তিনি হয়ে আছেন কিংবদন্তি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল থেকে সরে দাঁড়ালেন আলেক্স হেলস

পিএসএল থেকে সরে দাঁড়ালেন আলেক্স হেলস

ভালোবাসার ‘বিশেষ শুভেচ্ছা’ পেয়ে উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদী

ভালোবাসার ‘বিশেষ শুভেচ্ছা’ পেয়ে উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদী

পিএসএলকে বিদায় জানালেন শহীদ আফ্রিদি

পিএসএলকে বিদায় জানালেন শহীদ আফ্রিদি

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী