পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান সপ্তম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। খবরটি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
ইসলামাবাদ ইউনাইটেডের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।
আলেক্স হেলস দল ছাড়লেও তার প্রতি শুভকামনা জানিয়েছে ইসলামাবাদ ফ্রাঞ্চাইজি ম্যানেজমেন্ট। হেলসের মঙ্গল কামনায় তারা লিখেছে, ‘আমরা তার ভবিষ্যতের জন্য তাকে অনেক শুভকামনা জানাই।’
হঠাৎ করে এমন একজন ইনফর্ম ব্যাটার কেন সরে দাঁড়িয়েছেন আসর থেকে। কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিক অবসাদে ভুগছেন এই হার্ডহিটার ব্যাটার। একটি সূত্র পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যকে বিষয়টা নিশ্চিত করেছে।
পিএসএলের সপ্তম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দারুন খেলে যাচ্ছিলেন হেলস। সরে দাঁড়ানোর আগ অবধি মোট ম্যাচ খেলেছেন সাতটি। তাতে ৪২ দশমিক ৫০ গড়ে রান করেছেন ২৫৫। হাফ সেঞ্চুরি দুটি।
টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর এই ইংলিশ ব্যাটার। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে সব মিলিয়ে ৩৯৪টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার। তাতে এগারো হাজারেরও বেশি। শতক ৬টি, অর্ধ-শতক রয়েছে ৬৫টি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]