চেন্নাইয়ের সাথে মানানসহ নন রায়না : কাশী বিশ্বনাথ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
চেন্নাইয়ের সাথে মানানসহ নন রায়না : কাশী বিশ্বনাথ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে মেগা নিলামে দল পাননি সুরেশ রায়না। এমনকি তার পুরোনো দল চেন্নাইও আগ্রহ দেখায়নি। উল্টো তারা জানিয়েছে, দলের সাথে মানানসহ নন রায়না।

আইপিএলের প্রথম আসর থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিলেন রায়না। মাঝে দুই মৌসুম গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন তিনি। অবশ্য সেই দুই আসরে নিষিদ্ধ ছিল চেন্নাইয়ের এই ফ্রাঞ্চাইজিটি।

আইপিএলে চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহকও সুরেশ রায়না। চেন্নাইয়ের হয়ে ২০৫ ম্যাচে করেছেন ৫,৫২৮ রান।

তার দারুণ পারফর্মেন্সের পরেও তাকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথ। তিনি বলেন, ‘১২ বছরে রায়না আমাদের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। তাকে বাদ দিয়ে দল করা আমাদের জন্য কঠিন ছিল। তবে এটাও মানতে হবে দলের জন্য ফর্মে থাকা ক্রিকেটার প্রয়োজন। এ কারণেই দলের সাথে মানানসই নন তিনি।’

আইপিএলের মেগা নিলাম থেকে পুরাতন ক্রিকেটারদের দলে ভেড়াতেই বেশি মনোযোগী ছিল চেন্নাই সুপার কিংস। তারা আম্বাতি রাইডু, দীপক চাহার, রবিন উথাপ্পা, ডোয়াইন ব্রাভোদের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।

তবে ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটার ফ্যাফ ডু প্লেসিসকেও দলে ভেড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস। যদিও নিলামের টেবিলে তাকে নিয়ে বেশ লড়াই করেছিল চেন্নাই।

ডু প্লেসিসের বিষয়ে কাশী বিশ্বনাথ বলেন, ‘আমরা তাকে মিস করবো। শেষ দশকে সে আমাদের সাথে ছিল। কিন্তু এটা নিলাম, এখানে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

নিলাম শেষে কেমন হলো আইপিএলের দশ দলের স্কোয়াড

নিলাম শেষে কেমন হলো আইপিএলের দশ দলের স্কোয়াড

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা

নিলাম ঘরের ত্রাণকর্তা চারু শর্মা

নিলাম ঘরের ত্রাণকর্তা চারু শর্মা