অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা দল। করোনায় আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
অস্ট্রেলিয়ার সফরে শ্রীলঙ্কা দলে করোনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এর আগে কুশল মেন্ডিস এবং বিনুরা ফার্নান্দো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদেরকে সাত দিনের কোয়ারেন্টাইনে রেখেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ।
সিরিজের শেষদিকে এসে করোনা আক্রান্ত হওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাকে থাকতে হবে বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে।
কোয়ারেন্টাইন শেষে তৃতীয় ম্যাচের আগে দলের সাথে যোগ দিয়েছেন কুশল মেন্ডিস এবং বিনুরা ফার্নান্দো। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
হাসারাঙ্গার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা একাদশে জায়গা পেতে পারেন লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে অথবা রমেশ মেন্ডিস। এদের যেকোনো একজনের সাথে একাদশে থাকবেন স্পিনার মহেশ থিকসানা।
অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৫ ফেব্রুয়ারি। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ ফেব্রুয়ারি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]