একের পর এক দুঃসংবাদ যেন ভারতীয় শিবিরের নিত্য সঙ্গী। ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। এবার তাদের পথ ধরলেন ওয়াশিংটন সুন্দর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই স্পিনিং অলরাউন্ডার।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বাম পাশের হ্যামস্ট্রিং পেশীতে চোট পেয়েছিলেন তিনি। এই চোটেই কার্যত শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি সিরিজ খেলার আশা।
ইনজুরির কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সুন্দরকে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে রিপোর্ট করতে হবে এবং তিন সপ্তাহ সেখানেই কাটাতে হবে। ইতিমধ্যেই কলকাতায় অবস্থান করা ভারতীয় দল ছেড়েছেন এই অলরাউন্ডার।
১৬ ফেব্রুয়ারি (বুধবার) থেকে কলকাতায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সুন্দরের বদলি হিসাবে ডাক পেয়েছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামে ৮.৭৫ কোটি রূপিতে সুন্দরকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ভেংকটেশ আইয়ার, দ্বীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, ইয়ুজভেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হার্শাল প্যাটেল, রুতুরাজ গাইকদ ও দ্বীপক হুদা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]