ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৮৯৬ : ইংলিশ বোলার জর্জ লেহম্যানের বোলিং তোপে মাত্র ৩০ রানের গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাত্র ৮ রানে ৭ উইকেট শিকার করেন লেহম্যান।
১৯৩১ : মেলবোর্নের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে দুই ইনিংসে ৯৯ এবং ১০৭ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। অজি পেসার ব্রেট আইরনমঙ্গার পুরো ম্যাচে ১১ উইকেট শিকার করেন।
২০০৩ : ইনিংসের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাস। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এ ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
১৯৬৮ : মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্যারি সোবার্স এবং ল্যান্স গিবসের বোলিং তোপে হারের মুখে ছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত ৬৮ রানে ৮ উইকেট হারিয়েও ম্যাচ বাঁচায় ইংল্যান্ড।
১৯৮৫ : ১৮ বছর বয়সী ওয়াসিম আকরাম নিজের দ্বিতীয় টেস্টেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।
১৯৬৮ : ইংলিশ পেসার ক্রিস লুইসের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে ৩২ টেস্ট এবং ৫৩ ওয়ানডে খেলেছেন তিনি।
১৯৮২ : টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো ম্যাচ জিতে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে তিন রানে হারায় লঙ্কানরা।
১৯৫০ : অস্ট্রেলিয়ার হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন জন মরোনি। ছয় সপ্তাহ আগে অভিষেক ম্যাচে শূন্য রানে রান আউট হন। প্রথম সেঞ্চুরি করার ম্যাচে জিতেনি অস্ট্রেলিয়া। ক্যারিয়ারে খেলা ৭ টেস্টে বাকি সব ম্যাচেই অস্ট্রেলিয়া টেস্ট জিতেছিল।