ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় শেন ওয়ার্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২১ এপ্রিল ২০১৮
ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় শেন ওয়ার্ন

বিগ ব্যাস ক্রিকেট লিগে (বিবিএল) আগামী মৌসুম থেকে পরিসর আরও বাড়ানোর বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নেয়া সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। বোর্ডকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘লোভ ত্যাগ করে সবার জন্য সুবিধাজনক একটি পন্থা খুঁজে বের করুন।’

২০১৭-১৮ মৌসুমের তুলনায় পরবর্তী মৌসুমের বিবিএলের খেলা আট রাউন্ডের পরিবর্তে ১০ রাউন্ডে উন্নীত করা হয়েছে এবং প্রথম পর্বে এর ম্যাচ সংখ্যা বাড়ানো হয়েছে ৩৫টির পরিবর্তে ৪৩টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হোম অ্যান্ড অ্যাওয়ের আদলে এটি করা হচ্ছে, এর ফলে নক আউট পর্বসহ সর্বমোট ৫৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুইট বার্তায় ওয়ার্ন তার হতাশা ব্যক্ত করে বলেন, ‘অতি লোভে তাতী নষ্ট। আগামী মৌসুমে বিবিএলে ম্যাচের সংখ্যা বেড়ে যাবে। যা খুবই হাস্যকর। এটি নিয়ে কম লোভ করাই উচিত। সেখানে ম্যাচ সংখ্যা এতো বেশি করা উচিত হবে না যার ফলে চমৎকার এই খেলাটি মুখ থুবড়ে পড়ে।’

কেবল ওয়ার্ন নয়, ম্যাচ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার রডনি হগও।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভলিবলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

ভলিবলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রতিভা অন্বেষনে জেলায় জেলায় আরচারি ফেডারেশন

প্রতিভা অন্বেষনে জেলায় জেলায় আরচারি ফেডারেশন

আইপিএল চিয়ারলিডারদের অজানা কিছু তথ্য

আইপিএল চিয়ারলিডারদের অজানা কিছু তথ্য

অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল

অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল