টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন পেসার ইবাদত হোসেন, ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে ভালো খেলায় তাদেরকে ওয়ানডে ফরম্যাটের দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ ছন্দে ছিলেন পেসার ইবাদত হোসেন। শিকার করেছিলেন ৯ উইকেট। সেখানে ভালো খেলেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।

একই সিরিজের প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিং শৈলির পরিচয় দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি।

ইবাদতকে দলে ঢোকানোর বিষয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘ইবাদত আমাদের ডোমিনেট টেস্ট বোলার, ওকে আমরা ওয়ানডের জন্য বিবেচনা করতেছি।  সামগ্রিকভাবে আমাদের পেস বোলিং ইউনিটের সাথে কাজ করতেছে, ওরাও খুব ইমপ্রেসড, আমরাও ওর উপর খুব ইমপ্রেসড।’

নিউজিল্যান্ড সিরিজে একটি দারুণ টেস্ট ইনিংস খেলায় মাহমুদুল হাসান ডাক পেয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। 

নান্নু বলেন, ‘জয় টেস্টে ট্রিমেন্ডাস একটা ইনিংস খেলেছে। আমরা আশা করি পঞ্চাশ ওভারে ক্রিকেটেও ও ভালো করবে। আগামী দিনেও ওর ভালো সার্ভিসটা পাবো।’

এদিকে দীর্ঘ এক বছর ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এ সময় ওয়ানডে না খেললেও টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। সাম্প্রতিক সময় সীমিত ওভারের ক্রিকেটে ভালো না খেলেও দলে তার অন্তর্ভূক্তি বেশ আশ্চর্যজনক।

এ বিষয়ে প্রধান নির্বাচক জানান, দলের সাথে কথা বলেই শান্তকে দলে নেওয়া হয়েছে। তার উপর আস্থা রাখতে চান নান্নু।

বলেন, ‘শান্তকে নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হয়েছে। আমরাও যথেষ্ট কনফিডেন্ট। টেস্টে ও নিয়মিত সদস্য। আমরা কনফিডেন্ট ও পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভালো খেলবে।’

এদিকে সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েও দলে জায়গা পাননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এমনকি তাকে নিয়ে নির্বাচকরা কোনো ধরনের আলোচনাই করেননি বলে জানান মিনহাজুল আবেদীন নান্নু।

বলেন, ‘এই ব্যাপারটাই আমরা আলোচনা করি নাই। যাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের সবাইকে অলমোস্ট দলে রাখা হয়েছে।’

ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বির পাশাপাশি ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্মেন্সের জেরে ওয়ানডে ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন নান্নু।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ ইবাদত ও জয়

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ ইবাদত ও জয়

ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও

ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও

যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়