বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে আফগানিস্তান দল। এ সিরিজকে সামনে দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলতে এসেছে আফগানিস্তান। সিরিজ শুরুর আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে দলটি।
বাংলাদেশে পৌঁছে ক্যাম্প করা শুরু করলেও দলের সাথে আসেননি তারকা স্পিনার রশিদ খান এবং অলরাউন্ডার মোহাম্মদ নবী। সিরিজ শুরুর আগে দলের সাথে যোগ দিবেন তারা। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা ক্রিকেটাররাও নিজ দলের খেলা শেষ হলে জাতীয় দলের সাথে যোগ দিবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কাতারে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান দল। এরপর জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল। তবে ডিআরএস সমস্যার কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে। তাই দীর্ঘ বিরতি দিয়েই ওয়ানডে খেলতে নামবে আফগানিস্তান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাশমতউল্লাহ শাহিদী। তার সহকারী হিসেবে থাকবেন রহমত শাহ।
ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে এসিবি। ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে নেই কোনো ট্রাভেলিং রিজার্ভ। ওয়ানডে দল থেকে টি-টোয়েন্টি দলে রয়েছে আট পরিবর্তন।
ওয়ানডে স্কোয়াড-
হাশমত শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, আজমত কামারজাই, রশিদ খান, ফজল হক ফারুকী, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদেজাই, ফরিদ আহমেদ মালিক।
ট্র্যাভেলিং রিজার্ভ
কায়েস আহমেদ, সেলিম শফি।
টি-টোয়েন্টি স্কোয়াড-
মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, দারুইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত কামারজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, কায়েস আহমেদ, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]