ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২২ সালের আসর শুরুর তারিখ চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। জানা গেছে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুরে বৈঠকে বসে সিসিডিএম। সেখানেই টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি। সেখানেই টুর্নামেন্ট শুরুর বিষয়ে কথা বলেন তিনি।

বলেন, ‘মার্চের ২ ও ৩ তারিখ প্রিমিয়ার লিগের দলবদল হবে। আর ১৪ তারিখ ট্রফি উন্মোচন করবো আমরা এখানে। ট্রফিটা উন্মোচনের পর ১৫ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে।’

জাতীয় দলের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্ট সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে সালাউদ্দিন চৌধুরি বলেন, ‘যেহেতু সামনে রোজা আসছে, বাংলাদেশ দলের ব্যস্ত সূচি, মাঠের একটা ব্যাপার আছে। তাই আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। যে কারণে প্রিলিমিনারি রাউন্ডে কোনো রিজার্ভ ডে রাখছি না। সুপার লিগে রিজার্ভ ডে থাকছে।’

করোনা ভাইরাস মহামারির কারণে প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে বিদেশি ক্রিকেটার রাখার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বিদেশি ক্রিকেটার রাখতে পারবে দলগুলো।

সিসিডিএম সভাপতি বলেন, ‘বিদেশি প্লেয়ার আমরা এবার একজন অনুমোদন দিচ্ছি। কোভিড সিচুয়েশন ও অন্যান দিক বিবেচনায় রেজিস্ট্রেশন আমরা রেস্ট্রিকটেড করিনি। কিন্তু এক খেলায় একজন বিদেশী খেলতে পারবে।’

ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ এবং ৪ নম্বর মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিকেএসপি। এছাড়াও বিকল্প হিসেবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামকে রাখা হবে বলে জানানো হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন  মোস্তাফিজ

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ

শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার