এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের আগে হঠাৎই অসুস্থ হওয়ায় খেলতে পারছেন না তিনি। মূলত মাঠে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ কারণেই একাদশে নেই তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্লে অফে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৫৭ বলে ৯২ রানের ইনিংস খেলে চট্টগ্রামকে প্লে অফে তোলেন তিনি।
দলকে প্লে-অফে তুললেই ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামতে পারছেন না উইল জ্যাকস। তার না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাঠে আসার জন্য টিম বাসে আসার ঠিক আগে জ্যাকসের শরীর হুট করে খারাপ হয়ে যায়। বাস থেকে নেমে সে বমি করে। কিছুক্ষণ অপেক্ষার পর মাঠে আসে সে। তবে শরীর খারাপ ছিল। চিকিৎসকরা বলছেন, তার ফুড পয়জনিং হয়েছে।’
তবে তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম দলের ম্যানেজার। তাকে বিশ্রামে রাখতে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিপিএলে এসে দারুণ ছন্দে আছেন তিনি। ১০ ম্যাচে ৪৪ দশমিক ২২ গড়ে ৩৯৮ রান করেছেন তিনি। এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তার উপরে অবস্থান করছে মিনিস্টার ঢাকার ওপেনার তামিম ইকবাল (৪০৭)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]