মাথায় আঘাত পেয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
মাথায় আঘাত পেয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ

অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য কনকাশন বা মাথায় আঘাত ব্যাপারটা ইদানিং নিত্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। এই জায়গায় সবচেয়ে দুর্ভাগা বলতে হয় উইল পুকোভস্কিকে। মোট নয়বার মাথায় আঘাত পেয়েছেন এই ব্যাটার। এবার এই তালিকায় যোগ হয়েছেন স্টিভেন স্মিথও।

রোববার (১৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে ফিল্ডিং করার সময় মাথায় চোট পেয়ে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন স্মিথ। ম্যাচশেষে সিরিজের বাকি অংশে স্মিথের না থাকার ব্যাপারটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে যে, আগামী কয়েক দিন স্মিথ কনকাশন প্রোটোকলের মধ্যে থাকবেন। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তবে ক্যানবেরা ও মেলবোর্নে শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার বদলি হিসাবে কাউকে দলে যোগ করার কোনো পরিকল্পনা নেই।

শ্রীলঙ্কার ইনিংসে শেষ ওভারে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন স্মিথ। মার্কাস স্টোনিয়াসের বলে মহেশ থিকসেনা উড়িয়ে মারলে বাউন্ডারী বাঁচাতে ডাইভ দিয়েছিলেন তিনি। তবে তাল সামলাতে পারেননি। ফলে টার্ফের সাথে তার মাথার সংঘর্ষ হয়। পরে অবশ্য সুস্থ হয়ে উঠে খানিক হেঁটেছেন এই ব্যাটার।

স্মিথের মাথায় আঘাত নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল পুরো দল। কিন্তু তখনি আবার তিনি সুস্থ হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়া শিবিরে। স্মিথের সতীর্থ জশ হ্যাজলেউড জানিয়েছেন স্মিথ ভালো আছেন।

হ্যাজেলউড বলেন, ‘যখন কেউ ডাইভ করে এবং এরপর আর সরাসরি উঠতে না পারে। তখন ব্যাপারটা সবসময়ই উদ্বেগের। এখন ওকে (স্মিথ) ঘুরে বেড়াতে দেখে ভালো লাগছে। সে মাঠের বাইরে চলে গেছে এবং অবস্থার পরিবর্তন হচ্ছে। লক্ষণ ভালোর দিকে আছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার ওভার রোমাঞ্চে জিতলো অস্ট্রেলিয়া

সুপার ওভার রোমাঞ্চে জিতলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী

অস্ট্রেলিয়ার কোচ হতে চান না গিলেস্পি

অস্ট্রেলিয়ার কোচ হতে চান না গিলেস্পি

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন