সিলেটে আফগানিস্তান দল, চলবে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে আফগানিস্তান দল, চলবে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প

তারকা লেগ স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবীকে ছাড়াই বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। ঢাকায় পোঁছেই সিলেটে ক্যাম্প করতে গিয়েছে আফগানিস্তান জাতীয় দল।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পৌঁছায় আফগানিস্তান দল। ঢাকায় রাত কাটিয়ে রোববার (১৩ ফেব্রুয়ারি) সিলেটে পৌঁছেছে তারা। এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ। এর পাশাপাশি দুই ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচও খেলবে আফগানরা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে বাংলাদেশে আসেননি তারকা লেগ স্পিনার রশিদ খান। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল খেলবেন তিনি।চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে তার। এছাড়াও সিরিজ শুরুর আগেই দলের সাথে যোগ দিবেন অলরাউন্ডার মোহাম্মদ নবীও।

আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন। বিপিএল শেষ করেই দলের সাথে যোগ দিবেন তারা।

বাংলাদেশ সিরিজের জন্য আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এখনও নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানা গেছে, শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে ২২ সদস্যের আফগানিস্তান দল।

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দু’টি মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তাদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ম্যাচ খেলবে আফগানরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। সেখানেই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো আয়োজিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজসূচি
ওয়ানডে
১ম ওয়ানডে : ২৩ ফেব্রুয়ারি
২য় ওয়ানডে : ২৫ ফেব্রুয়ারি
৩য় ওয়ানডে : ২৮ ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি
১ম টি-টোয়েন্টি : ৩ মার্চ
১ম টি-টোয়েন্টি : ৫ মার্চ

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শহিদ আফ্রিদির সাথে নেট সেশন করতে চান রশিদ খান

শহিদ আফ্রিদির সাথে নেট সেশন করতে চান রশিদ খান

পিএসএলের কারণে জাতীয় দলের ক্যাম্পে নেই রশিদ খান

পিএসএলের কারণে জাতীয় দলের ক্যাম্পে নেই রশিদ খান

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

আফগানিস্তান সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

আফগানিস্তান সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম