পাকিস্তান তো বটেই, বর্তমানে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন শাহীন শাহ আফ্রিদি। সাফল্যের স্বীকৃতি হিসাবে পেয়েছেন ২০২১ সালের আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। সামনেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। এই সিরিজে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন।
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অজিরা। তখন শাহীনের জন্মও হয়নি! এই প্রথম নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন তিনি।
স্বাভাবিকভাবেই এই সিরিজে নিজেকে নিয়ে শাহীনের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা পুরণে নিজের সেরাটাই দিতে চান তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই তারকা পেসার।
শাহীন বলেন, ‘এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। আমি ভালো পারফর্ম্যান্স করতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সবসময়ই বড় কিছু। তাদের বিপক্ষে ভালো করলে ভালো কিছুরই স্বীকৃতি পাওয়া যাবে। তারা সবসময়ই বিশ্বের সেরা দলগুলোর একটি।’
শাহীন আরও বলেন ,’আমি তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে বা অস্ট্রেলিয়ায় খেলার জন্য মুখিয়ে ছিলাম। এখন তাদের সাথে ঘরের মাঠে খেলাটা সত্যিই একটি বিশাল উপলক্ষ্য হবে। আমি আমার সেরাটা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।’
নিজেদের ঘরের মাঠে যে কোনো দলই সেরা। সেই সঙ্গে দর্শকের সমর্থন স্বাগতিক দলকে আরও এক ধাপ এগিয়ে রাখে। অজিদের বিপক্ষে এই একটা দিক খুব প্রভাব ফেলবে বলেই বিশ্বাস শাহীনের।
২১ বছর বয়সী এই তারকা বলেন, ‘ঘরের মাঠে খেলতে পারা সবসময়ই সুবিধার। তখন পিচ অন্য মাঠের থেকে ভালো থাকে। আরেকটা ব্যাপার হলো, দর্শকদের সমর্থন। তাদের সমর্থন ভালো করতে অনুপ্রেরণা যোগায়।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]