ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে অনুষ্ঠিত মেগা নিলামে ১৪ কোটি রুপিতে দীপক চাহারকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। তাকে দলে ভেড়ানোর পর দেওয়া এক প্রতিক্রিয়ায় বার্তায় ভারতীয় এ পেসার জানিয়েছেন চেন্নাইয়ের হয়েই খেলতে চেয়েছিলেন তিনি।
আইপিএলের মেগা নিলামে দীপক চাহারকে দলে পেতে লড়াই করছিলো রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত পুরোনো ফ্রাঞ্চাইজি চেন্নাইতেই নাম লিখিয়েছেন তিনি। তাকে দলে নিতে চেন্নাইকে খরচ করতে হয়েছে ১৪ কোটি রুপি।
চেন্নাইয়ের যোগ দেওয়ার পর দীপক বলেন, ‘ আমার উপর আস্থা রাখার জন্য চেন্নাই টিম ম্যানেজমেন্ট এবং মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাইকে ধন্যবাদ। আমি চেন্নাই ছাড়া অন্য কোথাও খেলার চিন্তা করতেই পারি নি।’
আইপিএলের মেগা নিলামে সবচেয়ে বেশি ১৫.২৫ কোটি রুপিতে মুম্বাইয়েই থেকে গেছেন আরেক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঈষাণ কিষাণ। দীপক চাহার পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ দাম।
এছাড়াও আইপিএল নিলামের প্রথম দিনে ১২.২৫ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও অ্যানক্যাপড ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন পেসার আবেশ খান। তাকে ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লাক্ষ্মৌ সুপার জায়ান্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]