ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে চেন্নাই সুপার কিংস থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। একই দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফ্যাফ ডু প্লেসিস।
শনিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। তবে দলকে টেনে তোলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফ্যাফ ডু প্লেসিস।
খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৫২ বলেই শতক তুলে নেন ফ্যাফ। কেন তাকে নিয়ে আইপিএলের নিলামে এতো কাড়াকাড়ি সেটা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তিনি।
ইনিংসের ১৯তম ওভারে যখন সাজঘরে ফেরেন তখন ফ্যাফের নামের পাশে ছিল ১০১ রান। ঝড়ো ব্যাটিংয়ে ৫৪ বলে এ ইনিংস খেলেন তিনি। ফ্যাফের এ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে।
ফ্যাফ ছাড়া কুমিল্লার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন মাহমুদুল হাসান জয়। খুলনার হয়ে একটি করে উইকেট শিকার করেন নাভিন উল হক, মাহেদী হাসান এবং ফরহাদ রেজা।
আইপিএলের সর্বশেষ চার মৌসুমের চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন ফ্যাফ ডু প্লেসিস। সর্বশেষ চার আসরে ১ কোটি ৬০ লাখ রুপিতে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবার তাকে দলে নিতে ব্যাঙ্গালুরু খরচ করেছে ৭ কোটি রুপি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]